বাম কংগ্ৰেসের সাথে জোট হলে চুয়াল্লিশ এর বেশী আসনে প্রার্থী দেবেন আব্বাস সিদ্দিকী

1st February 2021 5:19 pm বাঁকুড়া
বাম কংগ্ৰেসের সাথে জোট হলে চুয়াল্লিশ এর বেশী আসনে প্রার্থী দেবেন আব্বাস সিদ্দিকী


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বাম কংগ্রেসের সাথে জোট হলে ৪৪ এর বেশী আসন দাবি করবো বললেন আব্বাস সিদ্দিকী। না হলে নিজের ক্ষমতা অনুযায়ী একাই লড়বো।। বাঁকুড়ার পুনিশোলে উপরডাঙ্গায় ইসলামিক জলসায় এসে এমনি দাবি করলেন আব্বাস সিদ্দিকী। এদিনের সভায় তিনি বলেন বাম সরকার, কংগ্রেস সরকার বাংলায় বিজেপিতে ঢুকতে দেয়নি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পক্ষে কারন বাংলায় বিজেপি ১৮টা সিট পেয়েছে বিজেপি কে না রুখে এখন আমায় রুখছে এটায় প্রমান করছে দিদি বিজেপির সাথে। আমি এখনও সীট দিয়নি এখনই আমার পিছনে লাগছে। দুই ফুল এক যারা সেকুলারের নামে ভোট নিয়েছিল তারাই আজ বিজেপিতে। ভোটে জিতে তারাই যে আবার ফিরে আসবে না এটা কে বলতে পারে। এদিনের সভায় তিনি তৃনমুল কে কটাক্ষ করে বিজেপির বীজ জমি বলে উল্লেখ করেন।। বিজেপির বীজ জমি থেকেই একের পর এক তৃনমুল ঝাপিয়ে পড়ছে বিজেপিতে। এদিনের সভার পরে জোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,, বাম কংগ্রসের সাথে জোট নিয়ে আলোচনা চলছে আমরা ৪৪বেশী সিট দাবি করব। জোট না হলে নিজেদের ক্ষমতা অনুযায়ী আসন নিয়ে একাই লড়াই কথ বলেন আব্বাস সিদ্দিকী।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।